Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চৌদ্দগ্রামে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:৩৮ পিএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের বড় বাড়ির মৃত মাহবুল হক খসরুর মেয়ে নওরীন আক্তার(৯) ও পার্শ্ববর্তী মনিরুল হক নবীর ছেলে মোজাম্মেল হক নবিন(৭)। গতকাল বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
নিহতদের আত্মীয় মোঃ আজম প্রকাশ নসর জানান, বুধবার সন্ধ্যায় দুই শিশু নিখোঁজ হয়। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী পুকুরে নরিন ও নবিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে দু’জনের লাশ পুকুর থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলে স্বজনদের কান্নায় আকাশ বাতাশ ভারি হয়ে উঠে। নিহতদের লাশ এক নজর দেখতে উৎসুক জনতা ওই বাড়িতে ভীড় জমিয়েছে। দুই শিশুর মৃত্যুতে স্থানীয়রা শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ