Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

আইনজীবীর বসতঘরে আগুন দিয়ে সকলকে হত্যা চেষ্টার অভিযোগ
রূপগঞ্জ (নারয়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক আইনজীবির বসতঘরে ৫ দফায় আগুন দিয়ে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে ঘরে থাকা এসি ও আসবাবসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। গত মঙ্গলবার ও বুধবার ৫ দফায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় ঘটে এ ঘটনা। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আইনজীবি কবীর হোসেন জানান, বিগত ইউপি নির্বাচনে তিনি সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। এছাড়াও সামাজিক নানা কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। দক্ষিণবাগ এলাকার প্রতিপক্ষ আফজাল মিয়া, জাকির হোসেন, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, মোস্তফা, পনির, আহাদ, শাহাদ, মুরাদ, মইনসহ একদল সন্ত্রাসী নিরীহদের উপর অত্যাচার ও নানা অপকর্ম করেন। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন কবীর হোসেন। এছাড়াও স্থানীয়ভাবে একাধিকবার প্রতিবাদ করায় সম্প্রতি তারা সংঘবদ্ধ হয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা কবীর হোসেনের বাড়িতে কৌশলে গান পাউডার, বিস্ফোরক দ্রব্য মিশিয়ে ও কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় কবীর হোসেনসহ পরিবারের সদস্যদের গেটে তালাবদ্ধ করে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয়। তার ছোট ভাই নবী হোসেনের স্ত্রীকে ঘর থেকে বের করে শ্লীলতাহানী ঘটায়। প্রতিবাদ করায় নবী হোসেন ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। এদিকে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরে থাকা পরিবারের সদস্যরা বের হয়ে যাওয়া প্রানে বেঁচে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আগুনে ঘরে থাকা এসি, মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে আইনজীবী দাবি করেছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ভোক্তভোগী এ্যাডভোকেট কবীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত আফজাল মিয়া বলেন আইনজীবীর ঘরে কে বা কাহারা আগুন দিয়েছে এ ব্যাপারে আমি কিছু জানি না, তবে আমাদের ফাসানো জন্য চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ