Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রতিবছরের ন্যায় এবারও মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে মুক্তিযোদ্ধাদের সংগঠন ন্যাশনাল ফ্রিডম ফাইটার (এফ এফ) ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ১০টি ইউনিটে প্রায় ৫০০ মুক্তিযোদ্ধাকে শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি উপহার দেয়া হয়। সম্প্রতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহম্মেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন ঘোষাল , জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক সচিব ও সদস্য মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম ও সংগঠনের সভাপতি মজনুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মমতাজউদ্দিন আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক কাজে ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে আসছে ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন। সেই গতিধারা বজায় রেখে এবারও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করছে মুক্তিযোদ্ধাদের এই সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ