Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে আমন বীজের তীব্র সংকট দিশেহারা কৃষক

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার সর্বত্র আমন বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। আসন্ন মৌসুমে নান্দাইল উপজেলায় ২২ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ লক্ষ্যমাত্রা অর্জিত না হবার আশংকা দেখা দিয়েছে। গত বোর মৌসুমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক লোকসান কাটিয়ে উঠার জন্য আমন চাষের প্রতি শ্রম দিয়ে জমি তৈরীতে উঠে পড়ে লেগেছে। কিন্তু বীজ ধান না পাওয়ার কারণে সময় মত বীজতলা তেরী করতে পারছে না। উপজেলায় পৌর সভাসহ ১২টি ইউনিয়নে ২৪ জন বিএডিসি অনুমোদিত ডিলার রয়েছে। সরজমিনে সদর বাজারসহ বিভিন্ন ইউনিয়নের বাজার গুলোতে ঘুরে দেখা গেছে অনুমোদিত ডিলারদের ঘরে কৃষকের চাহিদার বি-৪৯ জাতের বীজ না থাকলেও অনুমোদনহীন বিভিন্ন খুচরা দোকানে পর্যাপ্ত পরিমান বীজ রয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, সরকারী মূল্য ৩৫০ টাকার চেয়ে ২০০/২৫০টাকা বেশী নিয়ে এ সব বীজ বিক্রী করছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, খোলা বাজারে বিএডিসি’র বীজ বিক্রী করার বিধান নেই এবং অতিরিক্ত মূল্যে বিক্রীর লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা র্কষি অফিসার আরো জানান, নান্দাইল উপজেলায় ৩০০ মেট্রিক টন চাহিদাস্থলে বিএডিসি সহ ২৪ জন ডিলারের মাধ্যমে মাত্র ১৫০ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য। বিষয়টি নিয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান এর সাথে কথা হলে তিনি বীজ সংকটের কথা স্বীকার করে জানান, দুপুর ১২ টায় সময় এলাকার কৃষক বীজ সংকটের ব্যাপারে আমার অফিসে এসেছিল সাথে সাথে আমি বিএডিসি’র জেলা অফিসারের সাথে ফোনে যোগাযোগ করে নান্দাইলে জরুরী ভিত্তিতে বীজ সরবরাহের ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছি। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অধিকাংশ ডিলারই কালোবাজারে বীজ বিক্রী করে ভূয়া মাষ্টাররোল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ