Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হলেন ওয়ার্ড কাউন্সিলর

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : মাদকের স্বর্গ হিসেবে চিহ্ণিত বগুড়ার সেউজগাড়ী এলাকায় জনগণের মাদক বিরোধি সেন্টিমেন্টের সাথে একাত্মতা ঘোষনা করে বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেনও নামলেন অগ্রনায়কের ভুমিকায় ! কাউন্সিলর ইব্রাহীম গতকাল তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিলেন এখন থেকে সেউজগাড়ী সহ তার ওয়ার্ডের কোথাও কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবেনা। কেউ সুনির্দিষ্ট ভাবে মাদক বিক্রির তথ্য দিলে সেই আখড়া প্রশাসন ও জনগণের সহযোগিতায় গুঁড়িয়ে দেওয়া হবে। সেই সাথে তথ্য দাতাকে তিনি ব্যক্তিগতভাবে নগদ ১০ হাজার টাকা পুরষ্কার দিবেন। পাশাপাশি যেসব মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ী আছে তারা কেউ ভালো হতে চাইলে তাদেরও পুণর্বাসিত করা হবে । তিনি গতকাল তার কার্যালয়ের সামনে এক সমাবেশে এই ঘোষণা দেন। উল্লেখ্য পবিত্র রমজানের শুরুতে বগুড়ার মাদক সা¤্রাজ্য খ্যাত এই এলাকার অতিষ্ট লোকজন নিজেরাই স্বতঃপ্রনোদিত হয়ে মাদক আখড়া উচ্ছেদের কাজ শুরু করে। তাতে কিছু কাজও হয়। গতকাল থেকে এই মাদক বিরোধি আন্ধোলনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সরাসরি লিডিং পার্টে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ