Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় ভাইয়ের প্রহারে ছোট ভাই আহত

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

মমিনুল ইসলাম মুন, তানোর (রাজশাহী) থেকে : রাজশাহীর তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামে বড় ভাইয়ের প্রহারে ছোট ভাই গুরুত্বরভাবে জখম হয়েছে। বড় ইসলাম ও তার স্ত্রী বেধড়ক মারপিট করে ‘সহোদর’ছোট ভাই মিন্টুকে গুরুত্বরভাবে জখম করেছে। মিন্টু তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। গত ২১ জুন বুধবার দিবাগত রাতে এই মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছোট ভাই মিন্টু বাদী হয়ে তার বড় ভাই ইসলামসহ ৪ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিন দেখা যায়, তানোরের ধানতৈড়-গুবিরপাড়া ঈদগাহ্ মাঠের উত্তরে অবস্থিত মিন্টু ও ইসলামের বাড়ী প্রধান রাস্তা থেকে কয়েক গজ হেঁটে যেতে হয় তাদের। গ্রামবাসী ও কমিশনারের কথামতো চলাচলের রাস্তা ছেড়ে বাঁশের বেড়া ও সিমেন্টের খুঁটি দিয়ে মিন্টু তার নিজের সীমানা নির্ধারণ করেন। কিšত্ত মিন্টুর বড় ভাই ইসলাম ট্রলি-ভুটভুটি যাবার রাস্তা দাবি করেন। এতে মিন্টু অসম্মতি জানালে ইসলাম তার লোকজন নিয়ে মিন্টুকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার ওপর হামালা করে। এদিকে দুই সহোদরের মারপিট ও হামলা-মামলার ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ