Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রফেসর ফজলে হাসানের ইন্তেকাল

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর আহমেদ ফজলে হাসান চৌধুরী (৭৪) মঙ্গলবার বিকালে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। বিকাল ৫টার দিকে বাসায় হার্ট অ্যাটাক করলে আহমেদ ফজলে হাসানকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার আগে আহমেদ ফজলে হাসান শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন। সমাজতত্ত¡ বিভাগের শিক্ষক ফজলে হাসান বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ও পরে সেখানেই শিক্ষকতা করেন। ফজলে হাসান স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল (বুধবার) নামাজে জানাযা শেষে মিরসরাইয়ের চিনকি আস্তানায় নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ