প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খান আর তার অভিনয়ে ‘টিউবলাইট’ ছিল এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্র। সবার ধারণা ছিল মুক্তি পাবার তিন বা চার দিনের মাথায় ফিল্মটি ১০০ কোটি ক্লাবের সদস্য হবে। এটি এই বছরের সবচেয়ে ব্যবসা-সফল ফিল্মের একটি হিসেবে নিশ্চিত হলেও প্রথম পাঁচ দিনেও চলচ্চিত্রের সেই আকাক্সিক্ষত দলের অন্তর্ভুক্ত হতে পারেনি।
ঈদ-উল-ফিতরের আগে ২৩ জুন ফিল্মটি মুক্তি পায়। প্রথম দিন ‘টিউবলাইট’ আয় করে ২১.১৫ কোটি রুপি। পরের দিন শনিবার ২১.১৭ কোটি রুপি আয় করলে অনেকে আশা করে ঈদের দিন থেকে দর্শক নাটকীয়ভাবে বেড়ে যাবে। কিন্তু সেদিন আয় সামান্যই বেড়ে দাঁড়ায় ২২.৪৫ কোটি রুপি। এর ফলে সপ্তাহান্তে আয় হয় ৬৪.৭৭ কোটি রুপি। সোমবার আয় নেমে আসে ১৯.০৯ কোটি রুপিতে আর পরের দিন ১১.৭৫ কোটি রুপিতে। এই পর্যায়ে চলচ্চিত্রটির আয় ৯৫.৬১ কোটি রুপি। বুধবার মঙ্গলবারের আয়ের অর্ধেক করলেই ষষ্ঠ দিনে ফিল্মটি ১০০ কোটি ক্লাবের সদস্য হবে নয়তো পুরো এক সপ্তাহ লাগবে এই সীমা অতিক্রমে।
অনেক বছরের মধ্যে ‘টিউবলাইট’ই সালমানের প্রথম ফিল্ম যেটি ১০০ কোটি রুপি লক্ষ্যে পৌঁছতে পাঁচদিনের বেশি সময় নিলো। একে হয়তো বিপর্যয় বলা যাবে না, তবে নজির তো বটেই। গত তিন বছরে সালমানের ঈদের ফিল্মগুলো মাত্র তিনদিনেই এই লক্ষ্য অর্জন করেছে। ‘সুলতান’ (২০১৬) এই সময়সীমার আয় করেছে ১০৫.৫৩ কোটি রুপি, ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) ১০২.৬ কোটি রুপি এবং ‘এক থা টাইগার’ আয় করেছে ১০০.১৬ কোটি রুপি।
কবির খানের পরিচালনায় ওয়ার-ড্রামা ধারা ফিল্মটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চু চু, সোহেল খান, মাতিন রে টাঙ্গু, ওম পুরি, নাসির খান, মোহাম্মদ জিশান আইয়ুব, বৃজেন্দ্র কালা, যশপাল শর্মা এবং অতিথি ভূমিকায় শাহরুখ খান।গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।