Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ২, আহত ৪

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৭, ২:৫৯ পিএম

লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার পাথুলী এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন। হতাহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরগামী লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ঢাকা-আরিচা মহাসড়কের ওই স্থানে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে। লাশ ওই হাসপাতাল মর্গে আছে।

এ সময় ঈদে ঘরমুখো লাখ লাখ মানুষকে নির্বিঘ্নে যাত্রার ব্যবস্থা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ