বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার দহগ্রাম সীমান্তে চোরাচালানকারীদের ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে ভারতের অভ্যন্তরে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতীয় ১৩ বিএসএফ ব্যাটালিয়ন জওয়ানরা তার মরদেহ উদ্ধার করেছেন।
দহগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ।
সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে নিখোঁজ হওয়া বিজিবি জওয়ানের নাম ল্যান্স নায়েক সুমন মিয়া।
সোমবার দিবাগত রাত ২ টার দিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে নিখোঁজ হন বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়া। সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।