Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় নিখোঁজ ৩ শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৭, ১:২৮ পিএম

দোহার উপজেলার মৈনট ঘাটে পদ্মায় ডুবে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর একজনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৮ টার দিকে মহিম নামের এক শিক্ষার্থীর লাশ ঝাউকান্দা এলাকায় নদীর তীরে ভেসে উঠলে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে।

মৃত মহিম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

মহিমের লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা শাহরিয়ার রহমান। তিনি জানান, নিখোঁজ অন্য দুজনের লাশ উদ্ধারে অভিযান চলছে।

নিখোঁজ আরও দু’জন হলেন মণিপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সালমান (২১) ও মিরপুর কমার্স কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রিয় (২৩)।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তারা নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাঁচ বন্ধু দোহারের মৈনট ঘাটে ঘুরতে আসেন। তারা পদ্মা নদীতে গোসল করতে নামেন। পাঁচ বন্ধু একসঙ্গে পানিতে নামলে স্রোতের টানে তিনজন ডুবে যান। অন্য দু’জন তাদের সাহায্য করতে গিয়ে নিজেরাও ডুবে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন ওই দু’জনকে উদ্ধার করেন। তারা হলেন বুয়েটের ছাত্র অপূর্ব ও ফাহিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ