বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে আশুলিয়ার কুরগাঁও-চাঁনগাও এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত মো. আবির (০৬) কুরগাঁও এলাকার নুরু মিয়ার ছেলে ও মো. সিয়াম (০৯) একই এলাকার আবদুল হাইয়ের ছেলে। আবির দ্বিতীয় শ্রেণির ও সিয়াম ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এ দুই শিশু সবার অগোচরে বাড়ির কাছেই একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘসময় পরিবারের লোকজন তাদের না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করে।
বিকালে পুকুরে তাদের লাশ ভেসে উঠলে পুলিশে খবর দেওয়া হয়। লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।