বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে স্মরণাতীতকালের ঈদুল ফিতরের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২২ একর জমির উপর প্রতিষ্ঠিত মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে সড়ক পর্যন্ত মুসুল্লিরা নামাজ আদায় করেছে। নামাজ নির্ধারিত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
জামাতে বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও সর্বস্তরের মুসলিম ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করেছেন।
ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমী। উপস্থিত মুসুল্লিদের মতে এবারে জামাতে কম পক্ষে ৩ লক্ষ মুসুল্লি অংশগ্রহণ করে।
নামাজের আগে হুইপ ইকবালুর রহিম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মাঠের মধ্যে থাকা ষ্টেশন ক্লাবটি স্থানান্তরের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা জমি ও অর্থ বরাদ্দ করেছেন। ষ্টেশন ক্লাবটি স্থানান্তর হলে আরো বেশী মুসুল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে।
নামাজ শেষে দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।