বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে জহিরুল ইসলাম (২২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় রফিজ শেখ নামে আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বোববার (২৫ জুন) বিকেল ৩টায় ঢাকা-খুলনা মহসড়কের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে সূর্যনগর এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ঘটনাস্থলেই নিহত ও রফিজ গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত জহিরুলের মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবচর দত্তপাড়া তদন্ত কেন্দ্রর উপ পরিদর্শক (এসআই) মো. শাজাহান আলী জানান, নিহত জহিরুল ইসলাম ঢাকা ডিএমপি পুলিশের একজন সদস্য ছিলেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।