পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে ঈদ জামাতের সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। বিদেশী কূটনৈতিকদের জন্যও সুব্যবস্থা করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৭টার জামাত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, হাজারীবাগ পার্ক।
সকাল সাড়ে ৭টার জামাত
বাড্ডানগর জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসূলবাগ জামে মসজিদ ব্যাংক কলোনী, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ।
পৌনে ৮টার জামাত
উত্তর-পূর্ব মুগদা মগিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ।
সকাল ৮টার জামাত
গেন্ডারিয়া ধূপখোলাস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠ, আরমানীটোলা তারা মসজিদ, হাজারীবাগ পার্ক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লন, মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর বাজার জামে মসজিদ।
সাড়ে ৮টার জামাত
হাজারীবাগ পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদ, নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসূলবাগ জামে মসজিদ ব্যাংক কলোনী, সাতরওজা খানকাহ আবুল উলাইয়া, সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর পুরাতন জামে মসজিদ, ব্রা²ণখোলা মালিবাগান জামে মসজিদ, কুসুমপুর জামে মসজিদ, উত্তরগাঁও ঈদগাহ ময়দান, দক্ষিণ কেরাণীগঞ্জের মীরেরবাগ বালুরচর জামে মসজিদ, ইকুরিয়া ঈদগাহ ময়দান, জিঞ্জিরা ঈদগাহ ময়দান, ধর্মশুর কবরাস্থান ঈদগাহ ময়দান, সুলতান শাহ (রহ.) মাদবরবাড়ী জামে মসজিদ, নারায়নপটি বেলনা নতুন ঈদগাহ ময়দান, মুগারচর ফজলুল উলুম হাফিজিয়া মাদরাসা ময়দান।
সকাল ৯টার জামাত
আরমানীটোলা তারা মসজিদ, রুপগঞ্জ পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদগাহ ময়দান, কেরাণীগঞ্জ ধর্মশুর হামিদীয়া মাদরাসা ও এতিমখানা ঈদগাহ ময়দান।
সাড়ে ৯টার জামাত
সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ।
চট্টগ্রামে প্রধান জামাত জমিয়তুল ফালায় সকাল ৭টায়
চট্টগ্রাম ব্যুরো জানায়, বার আউলিয়ার পুণ্যভূমি পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় জমিয়তুল ফালাহ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র সিনিয়র পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।
অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ঘন সবুজ মাঠে সকাল সাড়ে ৮টায়। বৃষ্টি হলে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিজেকেএস জিমনেশিয়াম হলে। এতে ইমামতি করবেন ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর ৪১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়, লালদীঘি শাহী জামে মসজিদে সকাল ৮টা ১০ মিনিটে, জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সকাল সোয়া ৮টায় ঈদ জামাত হবে। এছাড়া নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে-হযরত শেখ ফরিদ (র:) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদে, মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলরগণের তত্ত¡াবধানে ১টি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের স্থানগুলো হল- হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (রঃ) মাজার সংলগ্ন ঈদগাহ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনী প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রঃ) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার মসজিদ, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনী ময়দান, নুরজ্জমান নাজির বাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদরাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজ পাড়া, আমিন কলোনী জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ময়দান, মাদানী শাহ মসজিদ, নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্বর, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্বর, ভেলুয়ারদীঘি শাহী জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদরাসা ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জুমা মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদ, বি-বøক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পি এইচ আমিন একাডেমী স্কুল ময়দান ফইল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়ার্লেস কলোনী পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনী জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিল্পব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদরাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদরাসা ময়দান, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদরাসা ময়দান, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, আতরজান জামে মসজিদ, নুর মোহাম্মদ সওদাগর মসজিদ, চারতলা জামে মসজিদ, মোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, এনায়েত বাজার জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভান্ডারী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারী পাড়া ঈদগাহ ময়দান, আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্বর, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, মাদারবাড়ী জামে মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার চসিক জামে মসজিদ, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনী ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালা পাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাই স্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (রঃ) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, আলহাজ্ব ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদ, ছজওয়ার খাঁন পেশকার জামে মসজিদ, খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, সফরনেছা মসজিদ, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্বর, শমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান, হযরত মুহাম্মদ আলী শাহ্ (রঃ) কমপ্লেক্স জামে মসজিদ, খিজির (আঃ) জামে মসজিদের সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাই স্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলিশাহ মসজিদ, শেখ আহমদ আলী ফকির বাড়ী মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান, নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদ, হাজী চাঁন্দগাজী জামে মসজিদ, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদরাসা, হালিশহর জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ ময়দান, চট্টেশ্বরী গায়েবী মসজিদ, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ, পূর্ব বাকলিয়াস্থ গভর্মেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট, পাঠানটুলীস্থ আমীর হোসেন দোভাষ সড়ক চত্বর, কালামিয়া বাজারস্থ মোর আলী বাপের (দ্বিতল) মসজিদ, হযরত মুঈনদ্দিন শাহ (রঃ) মাজার জামে মসজিদ, আলকরণ ১নং গলিস্থ বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মসজিদ-এ-বায়তুর রহমত, আবেদীন কলোনী জামে মসজিদ ঈদগাহ, মদিনা বাজার মসজিদ, বায়তুশ শরফ ময়দান, পাঁচলাইশ ওয়ার্ডস্থ নব-নির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান, চৌধুরী জামে মসজিদ, গ্রীনভিউ আবাসিক এলাকা জামে মসজিদ, হাজী গোলাম কাদের চৌধুরী জামে মসজিদ, হযরত মোহাম্মদ আলী শাহ্ (রাঃ) জামে মসজিদ, বারেক নগর জামে মসজিদ, আলহাজ্ব জাকির কন্ট্রা. জামে মসজিদ, খেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদ, হাজী চাঁন্দমিঞা মসজিদ, জহুর হকার্স মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, জে.এম.সেন স্কুল এন্ড কলেজ মাঠ, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, নতুন মনছুরাবাদ জামে মসজিদ, মোঃ হোসেন চৌধুরী বাড়ী জামে মসজিদ, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীর দিঘী জামে মসজিদ, বি ডি আর মাঠ, নূর ইসহাক হোসাইনিয়া জামে মসজিদ, জে এম সেন স্কুল এন্ড কলেজ মাঠ, হযরত হামজা খাঁ (রঃ) জামে মসজিদ, আল আমিন শাহী জামে মসজিদ, স্টেডিয়াম শাহী জামে মসজিদ, এবাদুল্লাহ পন্ডিত মসজিদ, তালেবিয়া শাহী জামে মসজিদ ও হযরত ওয়াস কুরুনী মসজিদ।
রাজশাহীতে ঈদের প্রধান জামাত শাহ মখদুম (রূ:) ঈদগাহ ময়দানে
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। এ জামায়াতে ইমামতি করবেন নগরীর হযরত শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদাৎ আলী। রাজশাহী নগরীতে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে ২৫টি ঈদ জামাত আয়োজন করা হয়েছে। বৈরি আবহাওয়া বিরাজ করলে মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি করপোরেশন, ইমসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহমখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নগরীতে প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় নগরীর নওদাপাড়া আমচত্তর আহলে হাদীস মাঠে।
এছাড়াও নগরীর সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়ায় (মহানগর) ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ এবং বালিয়াপুকুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
সকাল সাড়ে ৮টায় উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোলাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১নং ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদ, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, তালাইমারী বাজার ঈদগাহ, খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় কাজলা ঈদগাহ, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ এবং বিএডিসি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে
এছাড়া সকাল সোয়া ৮টায় বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহ সাহেবের খানকা শরীফে।
দক্ষিনাঞ্চলে ঈদের নামাজ
বরিশাল ব্যুরো জানায়, এক মাসের সিয়াম সাধনা শেষে বরিশাল সমগ্র দক্ষিনাঞ্চলে যথাযথ মর্জাদা ও ধমীয় আনন্দ উদ্দিপনার মধ্যে দিয়ে ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। দক্ষিনাঞ্চরের সর্ববৃহত ঈদ জামাত অণুষ্ঠিত হবে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে। দেশের বিভিনস্ন এরাকা থেকে এখানে অনেক মুসুল্লী ঈদ জামাতে শরিক হবেন। বিভাগীয় সদর বরিশাল মহানগরীতে শতাধিক ঈদগাহ্ ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। এছাড়া ছারছিনা দরবার শরিফ, চরমোনাই শরিফ, ঝালকাঠির নেছারাবাদ কায়েদ সাহেব হুজুরের দরবার শরীফ, পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরীফ ও বরিশালে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ইমাম সমিতি সূত্রে জানাগেছে, প্রধান চারটি মসজিদ কেন্দ্রীয় জামে কশাই জামে মসজিদের উদ্যোগে একে স্কুল মাঠে সকাল সাড়ে ৮টায় ও সকাল ১০টায়, বরিশাল বায়তুল মুকাররম জামে মসজিদে সকাল ৯ টা ও ১০টায়, চকবাজার জামে এবায়দুলাহ জামে মছজিদে সকাল ৯টায় ও ১০টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় জাকের পার্টির উদ্যেগে বরিশাল মহানগরীর স্ব-রোডের মোহনা কমিউনিটি ক্লাব মিলনায়তনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া পিরোজপুরের ছারছিনা দরবার শরিফে বৃহত্তর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, বরিশালের চরমোনাইয়ের দরবার শরিফে সকাল ১০টায়, বরিশালের উজিরপুরের চাঙ্গুটিয়া (গুঠিয়া) বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, ঝালকাঠী কায়েদ সাহেব হুজুরের দারবার শরীফে সকাল ৯টায় এবং পটুয়ালীর মীর্জাগঞ্জের হজরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ)-এর দরবার শরীফে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ৮ টা ১৫ মিনিটে বরিশাল জিলা স্কুল জামে মসজিদ, সকাল সাড়ে ৮টায় কেন্দ্রয়ী কারাগার জমে মসজিদ, ব্রউন্ড কম্পাউন্ড জামে মসজিদ, কালিজিয়ার কেন্দ্রয়ী জামে মসজিদ, নথুল্লাবাদ মাদ্রসা জামে মসজিদ, সাগরদি বাজার জামে মসজিদ, নুরিয়া স্কুল ঈদগাহ জামে মসজিদ, ওয়াপদা জামে মসজিদ, পাওয়ার হাউজ জামে মসজিদ, আঞ্জুমান হেমায়েত উদ্দিন(মুসলিমগোরেস্থান) ঈদগাহ ময়দানে, এছাড়া সকাল ৯টায় টায় নগরীর ল-কলেজ জামে মসজিদ ও ফকিরবাড়ীরোড জামে মসজিদ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
খুলনায় সহ¯্রাধিকস্থানে ঈদের জামাতের প্রস্তুতি
খুলনা ব্যুরো জানায়, পবিত্র ঈদ-উল-ফিতর নামাজের জামাতের জন্যেখুলনা মহানগরী ও জেলারনয় উপজেলার ৬৮টি ইউনিয়নে সহ¯্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি গ্রহনচলছে। জামাতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাসহ প্রয়োজনীয় পুলিশ পাহারায় থাকবে। ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন।
অশ্রæসিক্ত নয়নে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহান আলাহর কাছে ক্ষমা চেয়ে মাহে রমজানের জুমাতুল বিদা’র নামাজ আদায় হয়েছে খুলনার মসজিদগুলোতে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শাস্তি ও সমৃদ্ধি কামনা কওে দোয়া-মোনাজাত করা হয়।জুম্মাতুল দিবায় তিল ধারণের স্থান ছিল না কোন মসজিদে। কানায় কানায় ঠাসা ছিলেন মুসল্লীরা। এরআগে, শবে কদরের রজনীতে মহান আল্লাহর নৈকট্যলাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লীরা নির্ঘুম প্রার্থনা করেছেন।
জেলা প্রশাসনের সূত্র জানায়, খুলনায় ঈদের প্রধান জামা’ত সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জামা’ত সকাল ৯টায় টাউন জামে মসজিদ। আবহাওয়া প্রতিকুল থাকলে সকাল ৮টা, ৯টা এবং ১০টায় টাউন জামে মসজিদে ঈদুল ফিতরের জামা’ত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে ও উপজেলার ইউনিয়নে নিজস্ব সময়সূচি অনুযায়ী ঈদের জামা’ত অনুষ্ঠিত হবে। এবার খুলনা জেলায় ৮৬২টি স্থানে এবং মহানগরের ১৮৪টি মোট এক হাজার ৪৬টি স্থানে ঈদুল ফিতরের জামা’ত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ঈদ প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।
কেএমপি ও জেলা প্রশাসনের সূত্রমতে, খুলনা মহানগরী এলাকায় ১৮৪টি এবং নয় উপজেলায় ৮৬২টি ঈদগাহ ও ৬৪৬টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে নিরাপত্তার জন্য ৮৫৬জন পুলিশ মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মেটাল ডিটেক্টর বসানোর নির্দেশনা দেয়া হয়েছে। নগরীর এলাকার উলেখযোগ্য জামাতগুলোর মধ্যে আলিয়া কামিল মাদ্রাসা ময়দান, টুটপাড়া মরিয়াম জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, লায়ন্স স্কুল জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসজিদ, বায়তুন নূর, বায়তুল মোকাররম, বায়তুল আমান, দারুস সালাম, সিদ্দিকীয়া, কাশিপুর ঈদগাহ ময়দান, খুলনা পলিটেকনিক ঈদগাহ ময়দান, নয়াবাটি ঈদগাহ ময়দান, বায়তুল ফালাহ জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, মতি মসজিদ, নিরালা আবাসিক এলাকা, দৌলতপুর ঈদগাহ ময়দান, কুয়েট জামে মসজিদ, জিরোপয়েন্ট ঈদগাহ ময়দান, লবণচরা স্লুইচগেট আল আমিন জামে মসজিদ, মতিয়াখালী জামে মসজিদ, লবণচরা বিশ্বরোড ঈদগাহ ময়দান, মহেশ্বরপাশা বায়তুস সরাফ জামে মসজিদ ও নিউজপ্রিন্ট কেন্দ্রীয় জামে মসজিদ।
কেএমপি’র উপ-কমিশনার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, সার্কিট হাউজ ময়দানে প্রয়োজনীয় সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আলিয়া মাদ্রাসা, পিটিআই জামে মসজিদ, বায়তুন নূর, বায়তুল আমান, নিরালা আবাসিক এলাকায় প্রয়োজনীয় পুলিশ থাকবে। তিনি বলেন, নগরীর ঈদের বাজারে নিরাপত্তার জন্য ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) সি এ হালিম জানান, খুলনা জেলায় ৮৬২টি ঈদগাহ ও ৬৪৬টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দু’দিন পরবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকবে।
রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইলায়াসুর রহমান ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। ঈদ-উল-ফিতরের কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আগামী সপ্তাহে সভা অনুষ্ঠিত হবে।
ইসলামী ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ লোকমান হোসেনজানান, মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কেন্দ্রের এক হাজার শিক্ষককে মাথাপিছু সাড়ে ৩ হাজার টাকা ঈদ বোনাস দেয়া হলো। জঙ্গি প্রতিরোধে কোরআন হাদিসের আলোকে শাস্তি-শৃঙ্খলা স্থাপনের জন্য খুতবায় বক্তৃতা দিতে ইমামদের পরামর্শ দেয়া হয়েছে।
গফরগাঁওয়ে বিভিন্ন ঈদের মাঠে নামাজ
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈমাম বাড়ি ঈদগাহ মাঠে সকাল ১০ টার দিকে । এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে রেল ষ্টেশন জামে মসজিদ, রোস্তম আলী গোলন্দাজ হাইস্কুল মাঠে সকাল ১০টা, গফরগাঁও পুরাতন বাস ষ্টেশন (গ্যাস অফিস সংলগ্ন ) সকাল ১০টার , গফরগাঁও আলহাজ আবুল ফজল ইট খলা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টা , শিলাসী রেলপাড় জামে মসজিদ সকাল সাড়ে ১০টার ও গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদ্রাসা সংলগ্র কাজী বাড়ি জামে মসজিদে সকাল ১০টার দিকে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
নেছারাবাদের বড় ঈদ জামাত ছারছীনাতে
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, নেছারাবাদে তিন শতাধিক ঈদের জামাত সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠিত হবে। পিরোজপুরের নেছারাবাদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ছারছীনায়। এখানে প্রায় দূর-দূরান্ত থেকে ঈদ জামাত পড়তে আসা লোক মিলিয়ে প্রায় পাঁচ হাজারের মত লোক একসাথে ঈদের নামজ আদায় করবেন বলে জানাগেছে। ছারছীনায় ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায়। গত শুক্রবার জুমাতুল বিদা‘র খুতবা পূর্বে মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা রুহুল আমীন ছালেহী এ ঈদ জামাতের সময়ের কথা বলে দেন। এছাড়াও, স্বরূপকাঠি বন্দর জামে মসজিদ, নেছারাবাদ উপজেলা জামে মসজিদ, স্বরূপকাঠি দক্ষিণ পাড় বন্দর জামে মসজিদ,আকলম ঈদগা ময়দান,মাহমুদকাঠি জামে মসজিদ, কামারকাঠি জামে মসজিদ, শেহাংগল দরগাহ জামে মসজিদ, ইন্দেরহাট জামে মসজিদ, মিয়ারহাট বাজার জামে মসজিদ, সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ ঈদগা মাঠ, আলকির হাট জামে মসজিদ ও পাটিকেল বাড়ী ঈদগা মাঠে উপজেলার বড় ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হবে। এসব মসজিদ ও ঈদগা ময়দানে সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বলে জানিয়েছেন উপজেলা ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হাফেজ মো. মাসুম বিল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।