বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায় ভিজিএফ এর গম বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রæপের সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলরসহ দশজন আহত হয়েছে। এর মধ্যে আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাঁকন হাট পৌরসভায় সংঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লহেল কাফী, মো. বাবু, মো. দুলাল আলী। আর বাকিদের নাম ঠিকানা জানা যায়নি। স্থানীয়রা এ প্রতিবেদককে আজ সকাল থেকে কাঁকনহাটে ভিজিএফএর কার্ডধারীদের মাঝে গম বিতরণ করা শুরু করা হয়। তবে ৩ নম্বর ওয়ার্ডে গম বিতরণ করার জন্য কাঁকনহাট পৌরসভার মেয়র আবদুল মজিদ দায়িত্ব দেন বিএনপিপন্থী সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ পারভীনকে। এনিয়ে প্রতিবাদ জানান তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহহেল কাফী। শেষে কাফি স্থানীয় থানা পুলিশকে জানিয়ে গম বিতরণ শুরু করেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র মজিদ গ্রæপের কাউন্সিলর ও জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, অপর কাউন্সিলর বিশু, আমিরুল, মোর্তজাসহ ১০-১২ জনের একটি দল অতর্কিত হামলা করে কাফির ওপর। এ খবর ছড়িয়ে পড়ে কাফির গ্রামে। এক পর্যায়ে দু’গ্রæপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় ২৫ মিনিট ধরে চলে এ অবস্থা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কাউন্সিলর আব্দুল্লাহেল কাফিসহ অন্তত ১০ জন আহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।