বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: ‘রাঙ্গুনিয়ার ঘটনায় মামলার বাদীকে আওয়ামী লীগ সিএনজি চালক সাজিয়েছে’ বিএনপির এমন বক্তব্যকে চরম মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মামলার বাদী একজন সিএনজি চালক, কিছুদিন পূর্বে সিএনজি চালক সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। আসলে বিএনপি নেতা মির্জা ফখরুলদের হাতে আর কোন ইস্যু না থাকায় এমন নাটক সাজানো হয়েছিল। ‘বিএনপির হাতে কোন ইস্যু নেই। ইস্যু তৈরি করতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা চালানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা দরকার। গতকাল শনিবার দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে হাছান বলেন, বাংলাদেশে গুটিকয়েক হিন্দু রাজাকার আছে। আমি গয়েশ্বর বাবুকে হিন্দু রাজাকার বলতে চাই না। কিন্তু অনেকেই এটা বলেন। তিনি সরকার ও আওয়ামী লীগকে নিয়ে যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন- তাতে বোঝা যাচ্ছে রাজাকারের মাত্রাটা বেড়ে গেছে। সিএনজি চালক মহসিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় উল্লেখ করে হাছান বলেন, মওদুদ আহমেদ মহসিনকে আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে মিথ্যাচার করেছেন। প্রকৃত সত্য যাতে বেরিয়ে না আসে সেজন্যই তিনি এ ধরনের মিথ্যাচার করেছেন। মিথাচারের রাজনীতি থেকে সরে আসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যগ্ম-মহাসচিব রিজভী আহমেদের প্রতি আহŸান জানান হাছান। এ সময় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।