Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ইফতার মাহফিল

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে গত শুক্রবার জেলা শহরের অজহর রোডস্থ ট্রাক স্ট্যান্ডে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে দোয়া ও ইফতার মাহফিলটি দলের পদবঞ্চিত হামলা মামলার শিকার দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের পদচারনায় এটি নবীন প্রবীন নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের এড. ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি এড. নূরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক বারহাট্টা উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রেজভী, সাবেক সহ সভাপতি আলহাজ্ব এটিএম মোস্তফা চুন্নু, সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি সামছুল আলম মারুফ, সাবেক পৌর বিএনপির সভাপতি মাসুদুল আজিজ টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল মোতালিব, জেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মাসুদ, নেত্রকোনা সরকারী কলেজের সাবেক এজিএস ইফতে খায়রুল ইসলাম তিলকসহ বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ রাজপথের লড়াকু সৈনিক, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে দলকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ