Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজাদারদের ইফতার করালেন এমপি এম এ মালেক

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও পৌরসভাসহ প্রায় ২৫টি স্থানে নিজ খরচে হাজার হাজার রোজাদারকে ইফতার করালেন ঢাকা-২০আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক। গত শুক্রবার কুল্লা ইউনিয়নের খাতড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকে। দেশে কোন অভাব অনটন থাকে না। তাই নিজ নিজ এলাকায় ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে মিশে কাজ করে নৌকায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনে দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ইফতার মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বর্তমান এমপি এম এ মালেকের হাতকে শক্তিশালী করার আহবান জানান। যাতে কোন অপশক্তি মাথাচড়া দিয়ে না উঠতে পারে। এসব ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ