Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শরীয়তপুরে নসিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৩

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা : শরীয়তপুর-জাজিরা মহাসড়কে পূর্ব নাউডোবা এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকন বেপারী (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। আহতদের মধ্যে ২জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. নজরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার ওসিমুদ্দিন মাদব কান্দি এলাকার ফজলু বেপারীর ছেলে খোকন বেপারী মঙ্গলমাঝির ঘাট থেকে রুপবাবুর হাটে যাওয়ার জন্য রওনা দেয়। পথের মধ্যে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পূর্ব নাউডোবা এলাকার গনির মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের চালক খোকন বেপারী (২৫) ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় নিহত খোকনের চাচাতো ভাই ফারুক বেপারী ও নসিমনের যাত্রী আবু বকর বেপারীসহ ৩জন মারাত্মক আহত হয়। মারাত্মক আহত ফারুক ও আবুবকরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে। অপর আহত একজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ