Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ইফতারে তৃণমূল কর্মীদের মিলনমেলা

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলা পবিত্র মাহে রমজানের শুরুতে ইফতার মাহফিলের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গসংঠনের উদ্যোগে উপজেলার ১৫টি ইউনিয়নে বিশাল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে করে সকল নেতা-কর্মীদের বিশেষ আমেজের পরিলক্ষিত হয়েছে। অনেকদিন পর সকলস্তরের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। অনেকেই আবার চাকুরির সুবাদে গ্রামে আসতে পারেনা । তবে আওয়ামী লীগের ইফতারকে কেন্দ্র করে অনেকেই গ্রামে বাড়িতে আসা হয়। রোদ বৃষ্টি উপেক্ষা করে সকল নেতাকর্মী ইফতারে মাহফিলে শরিক ছিলেন। প্রতিটি ইফতার মাহফিলে হাজার হাজার নেতাকর্মীদের সমাগম হয়েছিল। গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন আওয়ামীগের উদ্যোগে দোয়া ও বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল্লাহ আল আমিন বিপ্লব জানান, পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল দিয়ে নেতকর্মীদের মিলন মেলায় আয়োজন করে ছিলাম। এতে করে সকল নেতাকর্মীদের সমাগম হয়। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে গফরগাঁও উপজেলা হচ্ছে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাভ করেছে । আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বিশেষ নির্বাচনী আমেজ পরিলক্ষিত হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ