বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাশিয়ানী (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। ঈদ যতই ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় ততোই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলছে। রাতের বেলায় চোখ ধাঁধাঁনো বাহারি আলোকসজ্জায় বর্ণিল হয়ে উঠেছে উপজেলার সব অভিজাত মার্কেট-শপিংমল। টেইলার্সের দোকানগুলোতে বাড়ছে পোষাক তৈরির ব্যস্ততা। কারিগররা দিন-রাত বিরামহীনভাবে কাজ করছে। সময়ের অভাবে ক্রেতাদের চাহিদা মেটাতে পারছে না। পোষাকের পাশাপাশি চুড়ি, ফিতা, মেহেদী, ক্লিপ, পায়েলসহ রুপচর্চার কসমেটিক্স, পারফিউম সামগ্রীর পাশাপাশি আতর, টুপি, জায়নামাজ ইত্যাদি বিক্রি হচ্ছে প্রচুর।
উপজেলার হাজী মার্কেট, দত্ত মার্কেট, ঐশি বস্ত্রালয়, বিনোদ মার্কেট, খান সেন্টার, সিকদার মার্কেটসহ বিভিন্ন বিপনীবিতান ও শপিংমল ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটায় নারী-পুরুষ তরুণ-তরুণীদের ভিড় লক্ষনীয়। এদিকে বিক্রেতারা নতুন ডিজাইনের অজুহাত দেখিয়ে পণ্যের দাম ইচ্ছামত বাড়াচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করছেন। গত বছরের তুলনায় জিনিসপত্রের দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। গত বছর যে থ্রি পিছের দাম ছিল ১ হাজার থেকে ১৫শ’ টাকা, এ বছর সে থ্রী পিছের দাম ১৭শ’ থেকে ২ হাজার টাকা। ঈদের কেনাকাটা করতে আসা রবিউল ইসলাম জানান, গত বছরের চেয়ে এবার, পোষাকের দাম অনেক বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।