বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব -মুহাম্মদ মুহিবুর রহমান
সিলেট অফিস : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, সমাজের সর্বস্তরের মানুষগণ এগিয়ে এলে সমাজের উন্নয়ন সম্ভব। সমাজে বসবাসরত হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম আমাদেরকেই আঞ্জাম দিতে হবে। একজন মানুষ হয়ে আর একজন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, ঈদ আমাদের জন্য সুখ-শান্তি, ঐক্য, সৌহাদ্র্য ও ধনী-গরীব সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। সকলে মিলে ঈদের আনন্দ উপভোগ করা মুসলমানদের একটি অন্যতম ঐতিহ্য। তাই ঈদের আনন্দ একে অন্যে ভাগাভাগী করে আমাদেরকে তা উদযাপন করতে হবে। তিনি গতকাল শুক্রবার বাদ জুমা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার উদ্যোগে আয়োজিত অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সিলেট পশ্চিম জেলা সভাপতি ফয়েজ আহমদ তাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ। এতে আরো উপস্থিত ছিলেন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, পূর্ব জেলার অফিস সম্পাদক সুয়েব আহমদ, মহনগরী অফিস সম্পাদক মারুফ আহমদ, পশ্চিম জেলার প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলমগীর হোসাইন ও সদস্য আব্দুল আজিজ লতিফি প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।