Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রমজানে আমিরাত দূতাবাসের ইফতার সামগ্রী ও পোশাক বিতরণ

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দুতাবাস ইউএই রেড ক্রিসেন্ট, খলিফা বিন যায়েদ আল-নাহিয়ান ফাউÐেশন ও যায়েদ বিন সুলতান আল-নাহিয়ান চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যয় এবারও বাংলাদেশের দরিদ্র, ইয়াতিম ও সাধারণ রোযাদারদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী, খেজুর, ঈদের পোশাক ও যাকাতের চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, গোপালগঞ্জ, যশোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও রংপুরের প্রায় ২০ হাজার রোযাদারকে উন্নত মানের বিরিয়ানীর প্যাকেট ও ফলের জুস দিয়ে ইফতারীর ব্যবস্থা করা হয়। রোযার শুরুতে প্রায় দেড় হাজার দরিদ্র পরিবারের সাহারী ও ইফতারের সুব্যবস্থার জন্য তাদের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি, খেজুর, আলু, ট্যাং, মুড়ি, ছোলা ইত্যাদি খাদ্য সামগ্রী সম্বলিত একটি করে প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও দেশের দরিদ্র রোযাদারদের জন্য আমিরাত রেড ক্রিসেন্টের দেয়া প্রচুর পরিমানে খেজুর বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে দরিদ্রদের মাঝে ঈদ পোশাক ও যাকাতের চাল বিতরণ করা হয়। ভাতৃপ্রতিম মসুলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের মহানুভব আমীর খলিফা বিন যায়েদ আল-নাহিয়ানের এই বদান্যতার জন্য এদেশের রোজাদারগণ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ