Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দোকানে মূর্তি রাখলে রহমতের পরিবর্তে বিমূর্ত গজব নাজিল হতে পারে -মাওলানা নাজমুল ইসলাম

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ব্রাহ্মন্দী বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম বলেছেন, অতি সু² কায়দায় মুসলমানদের মধ্যে মূর্তি সংস্কৃতি ঢুকিয়ে দেয়া হচ্ছে। শহরের শপিংমলগুলোসহ বিপনি বিতানগুলোতে মূর্তি সাজিয়ে রাখা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। মূর্তি সাজিয়ে ব্যবসা করলে সেখানে রহমতের পরিবর্তে আল্লাহর গজব নাজিল হতে পারে। যে ঘরে মূর্তি বা জানোয়ারের ছবি সাজানো হয়, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেখানে রহমত থাকে না সেখানে আল্লাহর গজব পতিত হতে পারে। সেটা হতে পারে মূর্ত অথবা বিমূর্তভাবে। তিনি গতকাল শুক্রবার জুমাতুল বিদার খুতবা পাঠকালে মুসল্লীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। মাওলানা নজমুল ইসলাম আরো বলেন, যেই পৌত্তলিকতার ব্যুহ ভেদ করে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে ইসলামের আলোক বর্তিকা প্রজ্জলিত হয়েছিল সেই মুসলিম সমাজে মূর্তি সাজিয়ে ব্যবসা করা অত্যন্ত দুঃখজনক। দোকানের ডিসপ্লেতে নগ্নরক্ষা প্লাস্টিকের নারী মূর্তি স্থাপন শুধু হারামই নয়, এই উগ্র নারী মূর্তি যুব সমাজের চরিত্রকে কলুষিত করছে। দোকানদাররা মূর্তি সাজিয়ে গর্ববোধ করলেও তাদের দোকানে যে ভদ্র পরিবারের লোকেরা প্রবেশ করে না সে টা তারা বুঝতেই পারে না। এমন হাজারো পরিবার রয়েছে যারা দোকানে ডিসপ্লেতে মূর্তি দেখে সে দোকানেই প্রবেশ করে না। কোন ইমানদার মুসলিম পরিবার মূর্তি ওয়ালা দোকানে যায় না, যাবে না। তিনি মুসলমান দোকানদারদেরকে এই মূর্তি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ