Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনে রোজাদারদের উপর হামলা ও গ্রেফতার অমানবিক -খেলাফত আন্দোলন

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চীনে রোজাদারদের উপর হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ গতকাল এক বিবৃতিতে বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে মুসলমানদের রোজা রাখাতে সরকারের বিধি নিষেধ সম্পুূর্ন জুলুম ও প্রহসন। মহান আল্লাহর হুকুম পালনার্থে মুসলমানরা রোজা রাখায় ১০০ জনকে গ্রেফতার করে মুসলমানদের সাথে অমানবিক আচরণ ও ধর্মীয় অধিকার খর্ব করেছে চীন সরকার। চীনে রোজাদারদের উপর হামলা ও গ্রেপ্তারের ঘটনায় সারাবিশ্বের মুসলমানগণ ভীষণ ক্ষুদ্ধ ও মর্মাহত।
তিনি অবিলম্বে চীনে রোজাদারদের উপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা ও গ্রেফতার বন্ধ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সারাবিশ্বের মুসলমানগণ ঐক্যবদ্ধ হলে কুফুর শক্তি পৃথীবির কোথায়ও মুসলমানদের উপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা ও গ্রেফতার করার সাহস পাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ