Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম বন্দরে নিমজ্জিত জাহাজের ১২ নাবিক জীবিত উদ্ধার

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙ্গরে গতকাল (সোমবার) রাতে বিদেশি জাহাজের ধাক্কায় ‘খান সন্স-১’ নামে ডুবে যাওয়া লাইটারেজ কার্গোজাহাজটির ১২ জন নাবিকের সবাই জীবিত উদ্ধার হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম জানান, লাইটার জাহাজডুবির পর সোমবার রাত ১১টা নাগাদ ৪ জনকে উদ্ধার করা হয়। এরপর গভীর রাত থেকে আজ (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে অপর ৮ জনকে উদ্ধার করা হয়েছে। এখন আর কোন নাবিক নিখোঁজ নেই। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ‘এমভি শান্তা ব্রিলিয়েন্ট’ নামক মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজের ধাক্কায় ১২শ’ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার বোঝাই ‘খান সন্স-১’ নামে একটি স্থানীয় লাইটারেজ কার্গোজাহাজ ডুবে যায়। সোমবার) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ‘শান্তা ব্রিলিয়েন্ট’ নামে মাদার ভ্যাসেলটি বহির্নোঙ্গরে নোঙ্গর ফেলার সময় হঠাৎ ধাক্কা লেগে অলিম্পিক সিমেন্ট কোম্পানির মালিকানাধীন ‘খান এন্ড সন্স-১’ লাইটারেজ কার্গোজাহাজটি ডুবে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ