Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজউকের নতুন চেয়ারম্যান আবদুর রহমান

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা আবদুর রহমানকে এ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব মর্যাদার এই কর্মকর্তা তার নতুন দায়িত্বে এম বজলুল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এই নিয়োগের আদেশ জারি করে। আগের চেয়ারম্যান অতিরিক্ত সচিব বজলুল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে বলে নতুন চেয়ারম্যান আবদুর রহমান জানিয়েছেন। সড়ক ও জনপথ ক্যাডারের কর্মকর্তা আব্দুর রহমান নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ২০০৬ সালের ডিসেম্বরে উপ-সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, বেপজার সদস্য (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৫ সালের এপ্রিলে বেপজা থেকে রাজউকের সদস্য হিসেবে যোগ দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ