Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুলের ওপর হামলা গণতন্ত্রের বিরুদ্ধে আঘাত -এহসানুল হক মিলন

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির শীর্ষ নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই, একদলীয় শাসনতন্ত্র চলছে।
সম্প্রতি রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধি দলের গাড়িবহরে হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। গত বুধবার কুয়ালালামপুরের সকাল-সন্ধ্যা হোটেলে মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিনের উপস্থাপনায় ও সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। কুয়ালালামপুর থেকে প্রবাসী সাংবাদিক শেখ আরিফুজ্জামান এতথ্য জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ