Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিসেন্ট ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম ও ক্রিকেটার সাব্বির

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: দুই বছরের চুক্তিকে ক্রিসেন্ট ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও ক্রিকেটার সাব্বির রহমান। আগামী দুই বছর ব্র্যান্ডটির বিভিন্ন প্রমোশনাল কাজে তারা অংশ নেবেন। তারই অংশ হিসেবে সম্প্রতি তারা পণ্যটির বিজ্ঞাপনচিত্রেও অংশ নিয়েছেন।ক্রিসেন্ট ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়া নিয়ে মিম বলেন, ‘ব্র্যান্ডটি আন্তর্জাতিক মানের পণ্য বাজারজাত করছে। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লেগেছে। একই সঙ্গে ক্রিকেটার সাব্বির রহমানও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। সম্প্রতি আমরা একসঙ্গে এর একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছি।’ ব্রান্ড এম্বাসেডর হিসেবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জানালেন, নগদ টাকা না থাকলেও ক্রিসেন্ট ফুটওয়্যার থেকে কাউকে খালি হাতে ফিরতে হবে না। ক্রিসেন্ট এর সকল আউটলেট থেকে যে কোন জুতা বা ব্যাগ নিয়ে পরবর্তী ৬ মাসের কিস্তিতে মূল্য পরিশোধ করা যাবে। তিনি বলেন, ‘অনেক সময় বাজেটের অভাবে ক্রেতারা পছন্দের পন্য কিনতে পারেন না, বিশেষ করে ঈদের সময় কারও ইচ্ছাই অপূর্ণ রাখতে চাইনা আমরা, তাই ক্রেতাদের কথা ভেবে বাংলাদেশে একমাত্র আমরাই এই বিশেষ অফারটি দিচ্ছি যাতে তাদের ঈদ শপিং আনন্দে কোন ভাটা না পরে। বিশেষ এই অফারটিতে ক্রেতারা নগদ টাকা ছাড়াই কেনাকাটা করে ক্রেডিট কার্ড অথবা ৩টি এম আই সি চেক এর মাধ্যমে পরবর্তী ৬ মাস জুড়ে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট-এ পাচ্ছেন মূল্য পরিশোধের সুযোগ। বিশেষ এই অফারটি পেতে হলে ক্রেডিট কার্ড বা এম সি আর চেক এর সাথে জাতীয় পরিচয় পত্রের ফটো কপি আনতে হবে।’ জানা গেছে, ঈদ উপলক্ষে ক্রিসেন্ট ফুটওয়্যারের এই অফারটি উপভোগ করা যাবে ঢাকা সহ সারা দেশের মোট ৩২ টি আউটলেট এ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ