Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৭টি নাটক নিয়ে ঈদের বিশেষ আয়োজন লাক্স চিরচেনা সৌরভের গল্প

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ঈদ উপলক্ষে টিভির পর্দায় আসছে ‘লাক্স চিরচেনা সৌরভের গল্প’ আয়োজনের ৭টি বিশেষ নাটক। বাংলা সাহিত্যের ৭টি কালজয়ী গল্প ও উপন্যাসের অনুপ্রেরণায় এই নাটকগুলো নির্মিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা ও নষ্ট নীড়-এর অনুপ্রেরণায় শেষের গল্প ও ছুটির নিমন্ত্রণে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা ও পরিণীতা-এর অনুপ্রেরণায় এনগেজড ও পরস্পর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুন্ডলা’র অনুপ্রেরণায় অভিমান, নিমাই ভট্টাচার্যের মেম সাহেব-এর অনুপ্রেরণায় সাহেব মেম সাহেব এবং সমরেশ মজুমদারের গর্ভধারিনী-এর অনুপ্রেরণায় মুখোশের আড়ালে। ৭টি নাটকের মূল চরিত্রে অভিনয় করছেন লাক্স তারকাসহ জনপ্রিয় ৭ জন অভিনেত্রী- মেহজাবিন, মম, মৌ, নাদিয়া মিম, অপর্ণা, তিশা এবং সারিকা। নাটকগুলোর পরিচালনায় ছিলেন ৭ জন নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, তুহিন হোসেন, আবু হায়াত মাহমুদ, গৌতম কৈরী, নঈম ইমতিয়াজ নেয়ামুল, আশফাক নিপুণ এবং মাবরুর রশীদ বান্নাহ। আশা করা যাচ্ছে, এই ঈদের অন্যতম আকর্ষণ, লাক্স চিরচেনা সৌরভের গল্প-এর ৭টি বিশেষ নাটক দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবে। নাটকগুলো প্রচার হবে ঈদের প্রথম সাত দিন রাত ১০টায় আরটিভিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ