প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়ের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। কালার্স টিভির ‘নাগিন’ সিরিজে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি পেয়েছেন।
একে অবশ্য ঠিক তার অভিষেক বলা চলে না কারণ তিনি অনুভব সিনহার ‘তুম বিন টু’ ফিল্মে অতিথি হিসেবে অভিনয় করেছেন। এবার অবশ্য আর অতিথি নয় রিমা কাগতি পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ ফিল্মটিতে মৌনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।
স্বাধীন দেশ হিসেবে প্রথমবারের মত ১৯৪৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসে ভারতের প্রথম স্বর্ণ জয়ের বাস্তব কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে।
চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, “সেই সময়ের সঙ্গে মিলিয়ে মৌনীকে এই ফিল্মটিতে একবারে নতুন এক সাজে দেখা যাবে। আগস্ট থেকে তিনি ২০ থেকে ২৫ দিন শুটিংয়ে অংশ নেবেন। পুরুষপ্রধান চলচ্চিত্রটিতে তিনি হাতে গোনা কয়েকজন নারী শিল্পীদের একজন। তাকে শুধু অক্ষয়ের সঙ্গেই দেখা যাবে।
‘গোল্ড’ মূলত বাস্তব ঘটনার সঙ্গে কল্পনার সংমিশ্রণে রচিত কাহিনী। এতে স্বর্ণ জয়ের ঘটনার ১২ বছরের ইতিহাস তুলে ধরা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।