Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নেত্রকোনায় স্টুডিও ব্যবসার আড়ালে কিশোরীদের ধর্ষণে অভিযুক্ত মাসুমের ১ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা মডেল থানার পুলিশ বহুল আলোচিত পর্নোগ্রাফি মামলার আসামী আমিনুল ইসলাম মাসুমকে আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ বিচারক আলমগীর কবির শিপন উভয় পক্ষের বক্তব্য শুনে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ফচিকা বাজারে স্টুডিও ব্যবসার আড়ালে মাসুম তার স্টুডিওতে ছবি তুলতে আসা একাধিক কিশোরীকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং তা গোপন ক্যামেরায় ভিডিওচিত্র ধারণ করে তা উঠতি বয়সের যুবকদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী গত ৬ ফেব্রুয়ারি রাতে স্টুডিও ঘোরাও করে ভাংচুর করে। খবর পয়ে পুলিশ স্টুডিওর গোপন ক্যামেরা অশ্লীল ভিডিওচিত্রসহ কম্পিউটার জব্দ করে থানায় নিয়ে যায়। বিভিন্ন মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত ও প্রচার হওয়ায় নেত্রকোনা মডেল থানার এস আই আল-আামিন বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। মামলা দায়েরের ১৫ দিন পর অভিযুক্ত মাসুম ১মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ নির্দেশ দেন।
নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) শাহনুর-এ-আলম বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ