Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় বাস চাপায় প্রকৌশলী নিহত

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের এক প্রকৌশলী নিহত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত মোটরসাইকেল আরোহীর নাম ইমরান হোসেন সোহাগ (৪০)। তার বাড়ি রাজবাড়ী জেলায়। সে র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠান র‌্যামকন ডেভলপমেন্ট এর প্রকৌশলী (বিসিএস ইঞ্জিনিয়ার)। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে নাহিদ মোটরসাইকেল যোগে ঢাকা থেকে রাজবাড়ীতে যাচ্ছিল। সে নবীনগর সেনা অডিটরিয়ামের নিকটে পৌঁছলে পিছন থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ইমরান নিহত হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ