রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের ৫৫ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫৯৫ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র র্মুতুজা সরকার মানিক। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় পৌর মিলনাতয়নে এক সুধি সমাবেশে পৌর মেয়র এই বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশনে পৌর মেয়র মুরতুর্জা সরকার মানিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর সচিব মাহাবুবর রহমান, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক জেবুন নেছা, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, গোলাফ্ফর হোসেন, হারান দত্ত প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । মেয়র মুরতুজা সরকার মানিক জানান, নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট অধিবেশন শেষে মেয়র পৌর এলাকায় অবস্থিত মসজিদ এর ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা প্রদান করেন। এই প্রথম কোন মেয়র মসজিদভিত্তিক ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা প্রদান করায় উপস্থিত সাধারণ মুসল্লিরা মেয়রের জন্য দোয়া কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।