Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে মেয়রের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিকের বিরুদ্ধে সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কের পাশে কড়ই গাছ বিক্রি করে অর্থ আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। পরে ইউএনওর নির্দেশে গাছ কাটা বদ্ধ ও জব্ধ করা হয়। স্থানীয় এলাকাবাসী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, উপজেলার পৌর এলাকার সোনাইমুড়ী মডেল হাইস্কুল সংলগ্ন গদাধর কুন্ড দীঘির পাড়ে পাকা সড়কের পাশে উপজেলা বন বিভাগ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। বর্তমানে ওই গাছগুলো বড় হলে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায়। গত মঙ্গলবার ভোরে সোনাইমুড়ী বাজারের কাট ব্যবসায়ী মহিন উদ্দিন ২০/২৫ জন শ্রমিক নিয়ে ওই সড়কের পাশে ২৪ টি কড়ই গাছের ডাল পাল কাটতে শুরু করে। স্থানীয়রা শ্রমিকদের গাছ কাটতে বাঁধা দিলে তারা বলেন, মেয়র মোতাহের হোসেনের নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে। খবর পেয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল ঘটনাস্থলে উপজেলা বন বিভাগের মাঠ কর্মচারি শরীফ উদ্দিনকে পাঠিয়ে গাছ কাটায় বাধা দেন ও গাছ গুলো জব্ধ করেন। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বন কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় ৩ লক্ষ টাকার গাছ নিয়ম নীতি না মেনে মেয়র বিক্রি করে দেন। গাছ গুলো জব্ধ করা হয়েছে। এ বিষয়ে সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক জানান, তিনি কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান। সোনাইমুড়ী উপজেলা বন কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সি জানান, মেয়র ইতিপূর্বে পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে আরো গাছ কেটেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ