রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে এখন ঈদের বাজার বেশ জমজমাট। চাটমোহর ছোট শহর হলেও এখানে বর্তমানে প্রতিদিনই ঈদের কেনাকাটায় ধুম পড়ে গেছে। ফুটপাত শেকে শুরু করে মাকের্টগুলিতে বেশ ভীড় লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটগুলি ক্রেতাদের পদচারনায় এখস মুখরিত হয়ে উঠেছে। নি¤œ আয়ের মানুষ থেকে শুরু কওে ধনীশ্রেণির সকল পেশার মানুষ এখন বেশ কেনাকাটায় ব্যস্ত। তবে অপেক্ষাকৃত ধনী শ্রেণির মানুষরা অবশ্য জেলা শহরে ভীড় জমাচ্ছেন। তারপরও দোকানীরা প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বেচাকেনা হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ দামটা একটু বেশি চাইছেন দোকানীরা। আর যেসব পণ্যের স্টীকারের সাথে দাম লেখা আছে সেগুলোতে কোন দামাদামি করা যাচ্ছে না। ক্রেতাদের অভিযোগ দোকানীরা ইচ্ছামত দাম লিখে রাখছেন। পোষাকের দোকানগুলোতেও এ একই অবস্থা বেশি দেখা যাচ্ছে। চাটমোহর শহরের দোকানগুলোতে দেশীয় পোষাকের পাশাপাশি ভারতীয় পোষাক প্রচুর দেখা যাচ্ছে। ভারত হতে চোরাই পথে অহরহ তৈরি পোষাক ঢুকছে চাটমোহরের বাজার গুলিতে। চাটমোহর শহর ছাড়াও উপজেলার মধ্যে রেলবাজার, কাটাখালী, আটলংকা, মহেলা বাজার, ছাইকোলাসহ বিভিন্ন গ্রাম এলাকার দোকানগুলিতেও কেনাবেচা ভাল হচ্ছে। সব মিলিয়ে চাটমোহরে ঈদের বাজার বেশ জমজমাট। তবে ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ছিনতাইয়ের ভয় বিরাজ করছে। অনেকে রাতে বাজার করে ফিরতে ছিনতাইয়ের কবলে পড়তে পারেন বলে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় চাটমোহরের বিভিন্ন সড়কে পুলিশি টহল জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।