বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আবার জেল গেট থেকে তুলে নেওয়া হল বিএনপি নেতা উমর ফারুক খানকে। বৃহস্পতিবার জামিনাদেশ পেয়ে শুক্রবার বেলা ১১টায় বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে জেল গেট থেকে বের হওয়ার পর মুহূর্তেই সাদা পোশাকে এসে ডিবি পুলিশ পরিচয় দানকারী একদল লোক তাকে আটক করে গাড়ীতে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে তার ভগ্নিপতি আবু বক্কর সিদ্দিক। তিনি জানান , এর আগে ১৪ মে সন্ধ্যায় জামিনে মুক্তির পর ঠিক একই কায়দায় ডিবি পুলিশ তাকে জেল গেট থেকে তুলে নিয়ে গিয়েছিল ।
প্রথমে ডিবি ফারুককে তুলে নিয়ে যাওয়ার খবর অস্বীকার করলেও পরে তাকে গাবতলী থানার একটি মামলায় আসামি দেখিয়ে জেল হাজতে পাঠায় । এবার ও আগের মতোই পুলিশ জানাচ্ছেনা তারা তাকে আটক করেছে কিনা ? ফলে তার স্ত্রী ও ২ স্কুল পড়ুয়া কন্যা উদ্বিগ্ন হয়ে পড়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।