Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুষ গ্রহণকালে গ্রেফতারকৃত সেটেলমেন্ট অফিসারসহ দুইজন কারাগারে

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : আপিলের রায় বদলের জন্য ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে হাতেনাতে গ্রেফতার বাগেরহাটের চিতলমারী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার সৈয়দ শফিউল আলম ও চেইনম্যান মোঃ বুলবুলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত বুধবার বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার কর্মকর্তারা মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন জানান, একটি জমিজমা সংক্রান্ত মামলার বিষয়ে আপিল করেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা আজিজুর রহমান শেখ। এই আপিলের রায় পক্ষে দেয়ার জন্য বাগেরহাটের চিতলমারী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার সৈয়দ শফিউল আলম ও চেইনম্যান বুলবুল তিন লাখ টাকা দাবি করেন আজিজুরের কাছে। দাবিকৃত টাকার অংশ হিসেবে ইতিপূর্বে সৈয়দ শফিউল আলম ৪৫ হাজার টাকা গ্রহণ করেন। বুধবার তিনি আরও ২০ হাজার টাকা নিতে আসেন খুলনার নিউমার্কেট এলাকায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুদকের কর্মকর্তারা টাকা লেনদেন করার সময় হাতেনাতে গ্রেফতার করেন সৈয়দ শফিউল আলম ও মোঃ বুলবুলকে। দুদক খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন বাদী হয়ে এঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা করেন। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক বলেন, গ্রেফতারকৃত দু’জনকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে। আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।



 

Show all comments
  • Md.hossain ২৩ জুন, ২০১৭, ১০:৫১ এএম says : 0
    Good paper
    Total Reply(0) Reply
  • মোহাঃ আব্দুল খালেক ২৩ জুন, ২০১৭, ১০:৫৩ এএম says : 0
    এ সংবাদের প্রকাশকের জন্য অসংখ্য ধন্যবাদ ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ