বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুতুবদিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে অভিযান চালিয়ে ১৯টি আগ্নেয়াস্ত্রসহ জেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (৫২) কে আটক করেছে র্যাব-৭। গতকাল বৃহস্পতিবার রাত ৩টায় র্যাব-৭ এর ৩৫ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কৈয়ারবিল ইউনিয়নের পরাণ সিকদার পাড়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৩-ওয়ান সুটার ও ৬ শর্টগানসহ ১৯ আগ্নেয়াস্ত্র এবং মজুদ রাখা ২১ তাজা কার্তুজ, ও ইয়ারগার্নের ৬শ’ গুলি উদ্ধার করার কথা র্যাব-৭ এর কমান্ডার মেজর রুহুল আমিন নিশ্চিত করেন। অভিযান শেষে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলা সদরের ডাক-বাংলোতে সাংবাদিক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন সাংবাদিকদের নিকট। গতকালই মেজর রুহুল আমিন (ডিএডি) বাদি হয়ে মনোয়রুল ইসলাম মুকুলের বিরুদ্ধে অস্ত্র আইনের যথাযথ ধারায় কুতুবদিয়া থানায় মামলা রুজু পূর্বক জব্দকৃত অস্ত্রসহ মুকুলকে থানায় হস্তান্তর করার কথা কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মরহুম ডাক্তার জাবের আহমদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে ৪/৫ টি মামলা রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।