বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নামবিহীন একটি ট্রলার সহ নয় জন ডাকাতকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিপুর থানার পুলিশ বুধবার গভীর রাতে মৎস্যবন্দর আলীপুর সংলগ্ন নদী নিশানবাড়িয়া থেকে আবদুর রহমান, নিজাম উদ্দিন স্বপন, মো. বাবুল, ইসমাইল সিকদার, লিটন, রিপন, সাইদুল ইসলাম, নিজাম উদ্দিন ও আবুল কালামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এদের মধ্যে নিজাম উদ্দিন স্বপন আন্তজেলা ডাকাত দলের সদস্য। এছাড়া আবুল কালামের বিরুদ্ধে মামলা রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার মহিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার এসআই মো. হাফিজুর রহমান জানায়, এরা বঙ্গোপসাগরে মাছধরা জেলে নৌকা-ট্রলারে ডাকাতি করার জন্য প্রস্ততি নিচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটিদল আলীপুর মৎস্য বন্দর সংলগ্ন নিশানবাড়িয়া নদীতে গিয়ে অবস্থান নেই। রাত দেড়টার দিকে ডাকাত দলের সদস্যরা নাম বিহীন একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার পথে আটক করা হয়েছে। মহিপুর থানার ওসি মো.মিজানুর রহমান জানান, এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।