Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১ ভারতীয় চালক আটক

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল-যশোর সড়কের শার্শা উপজেলার শ্যামালা গাছি এলাকায় গতকাল সকালে আগরতলা-ঢাকা-কোলকাতা মৈত্রী বাসের ধাক্কায় বেনাপোল বন্দরের উপ-পরিচালকের গাড়ীর ড্রাইভার জাহিদুল ইসলাম (৪০) মারা গেছেন। উপ-পরিচালক আমিনুল ইসলামসহ তার দেহ রক্ষী আনসার সদস্য সাইফুল ইসলাম গুরুতর আহত হযেছেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ বাস চালাক বিশ্বজিতকে বেনাপোল চেকপোস্ট থেকে আটক করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহিদুল সাতক্ষীরা সদর উপজেলার মোতালেব হোসেনের ছেলে। বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, গতকাল সকালে উপ-পরিচালক আমিনুল ইসলাম বন্দরের জীপে করে যশোর যাওয়ার পথে শার্শা উপজেলার শ্যামলাগাজি এলাকায় পৌছালে বিপরীতে দিকে থেকে আসা ঢাকা- আগরতলা রুটের ঞজঙ–ওঈ -১২৯৯ নাম্বারের যাত্রীবাহী বাস জীপটিকে সামনের দিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় উপ-পরিচালক আমিনুল ইসলাম ও দেহ রক্ষী আনসার সদস্য সাইফুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ