Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতিতে নৌকা ডুবে গেছে আপনারা ঐক্যবদ্ধ হোন -শামা ওবায়েদ

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে লস্করদিয়া আতিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি তার বক্তব্যে বলেন, দুর্নীতিতে নৌকা ডুবে গেছে, আপনারা ঐক্যবদ্ধ হোন। আগামী নির্বাচনে যেন এই নগরকান্দা থেকেই নৌকা ডুবি হয় সেই লক্ষ্যে আপনার এখন থেকেই কাজ করুন। ইনশাআল্লাহ নৌকা ডুবি হবেই। ২০১৪ সালে বিনা ভোটে এমপিরা নির্বাচিত হয়ে দুর্নীতির মাত্রা ছড়িয়ে গেছে, তারা গণবিচ্ছিন হয়ে গেছেন। এখন তারা এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখেন না। কারন তারা ভোটে নির্বাচিত হয়নি। উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক সৈয়দ মোদারেরস আলী ইছা, স্বেচছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার আলী জুয়েল, নগরকান্দা উপজেলা থানা বিএনপিসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ