Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শালিখায় ২শ’ ৩০ বস্তা চোরাই চাল উদ্ধার

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : ২ শ ৩০ বস্তা চোরাই চাল উদ্ধার করেছে মাগুরার শালিখা থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার কনক কান্তি দাস ও শালিখা থানার ওসি রবিউল হোসেনের নেতৃত্বে গত বুধবার উপজেলার বুনাগাতি বাজারের একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে ১৫৮ বস্তা ও যশোরের নিউমার্কেট এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ৬৫ বস্তা চুরি যাওয়া চাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চুরি যাওয়া চালের মালিক নওগাঁ থানার পোস্ট অফিস পাড়া গ্রামের মোঃ ইফতেখারুল ইসলামের জিডির প্রেক্ষিতে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার বুনাগাতি বাজারে ও যশোরের নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। উভয় স্থানের পরিত্যক্ত দোকান ঘর থেকে ২২৩ বস্তা জিরা মিনিকেট চাল উদ্ধার করা হয়। তবে ওই সময় চালের দোকানে কেউ না থাকায় বুনাগাতি বাজার দোকান মালিক মোঃ নুর ইসলামকে আটক করা হয়। এলাকাবাসি জানায়, মোঃ নুর ইসলামের দোকান ঘর হাটবাড়ীয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রিপন ও তার সহদর কেনায়েতের মাধ্যমে ভাড়া দেওয়া হয় তারই আপন ভগ্নি পতি মোঃ ইব্রাহিম ড্রাইভারকে। ইব্রাহিম একজন ট্রাক ড্রাইভার। সেই হয়তো চুরি যাওয়া চাল এখানে বিক্রি করে আসছিল। চুরি যাওয়া চালের মালিক মোঃ ইফতেখারুল ইসলাম জানায়, গত ১৫,০৬,২০১৭ তারিখে পার নওগাঁর মের্সাস অগ্রণী ট্রেডার্স থেকে চট্রগ্রামের পাহাড় তলীতে চাল পাঠানোর উদ্দেশ্যে যশোরের নিউমার্কেট এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ ইব্রাহিম ড্রাইভারের ঢাকা মেট্র, ট, ২০-২৫৭৬ নং ট্রাকে ৩৫০ বস্তা জিরা মিনিকেট চাল পাঠানো হয়। কিন্তু ড্রাইভার চট্টগ্রামের পাহাড়তলীতে চাল পৌছাইনি। যে কারনে চার দিন পর অর্থাৎ গত ১৯,০৬,২০১৭ তারিখে নওগাঁ সদর থানায় একটি জিডি করি। জিডি নং ৯০৪। এর পর মোবাইল কললিস্টের মাধ্যমে নাম্বার ট্যাক করে লোকেশন শালিখা উপজেলা ও যশোরের নিউমার্কেট এলাকায় দেখায়। পরে শালিখা থানা পুলিশকে অবগত করলে পুলিশ উভয় ঘটনা স্থলে গিয়ে ২২৩ বস্তা চাউল জব্দ করে। তবে বাকি চালের এখন পর্যন্ত সন্ধান মেলেনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রকৃত চাল চুরির সাথে জড়িতদের গ্রেফতার করতে পারিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ