Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়

ঈদে ঘরে ফেরা

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

লঞ্চে অতিরিক্ত যাত্রী ও যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুট হয়ে ঈদে ঘরে ফেরা দক্ষিনাঞ্চলের যাত্রীদের ভীড় শুরু হয় । লঞ্চে ও স্পীডবোটে তুলনামূলক যাত্রী চাপ বেশি। তবে ফেরিতে এখনো পরিবহনের চাপ সহনীয় রয়েছে। ঢাকা থেকে যাত্রী বাহী পরিবহনে শিমুলিয়া পর্যন্ত ও নদী পার হয়ে এসে কাঠালবাড়ি থেকে দক্ষিনাঞ্চলগামী জেলাগুলোর যানবাহনগুলোতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ করেন যাত্রীরা। উভয় পাড়ে অতিরিক্ত পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকায় সুশৃংখল পরিবেশ রয়েছে।
বিআইডবিøউটসিসহ একাধিক সূত্র জানায়, গতকাল সকাল থেকে রাজধানী ঢাকার সাথে দক্ষিনাঞ্চলের স্বল্প দুরত্বের এ রুটে লঞ্চ ও স্পীডবোট হয়ে ঘরমুখো যাত্রীদের ভীড় বাড়তে শুরু করে। শিমুলীয়া থেকে লঞ্চ, স্পীডবোট ও ফেরিতে চড়ে যাত্রীরা কাঁঠালবাড়ি ঘাটে আসে। শিমুলীয়া ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী পরিবহন করছে বলে যাত্রীরা অভিযোগ করেন। স্পীডবোটগুলো যাত্রী প্রতি ১শ ২০ টাকার ভাড়া দেড়শ টাকা নিচ্ছে। পদ্মা নদী পার হয়ে কাঠালবাড়ি ঘাটে এসে যাত্রীরা পড়ছেন চরম বিপাকে। কাঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে যাওয়া দুরপাল্লা ও আভ্যন্তরীন সকল যানবাহন পাল্লা দিয়ে বাড়তি ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেন। বিআইডবিøউটিএ কাঁঠালবাড়ি ঘাট টার্মিনাল ইন্সপেক্টর এবিএস মাহমুদ বলেন, দুপুরের পর থেকে এ রুটে ঈদে ঘরে যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী ঘাটে নিয়োজিত রয়েছে। কোন লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া বৈরি হলে লঞ্চ, স্পীডবোট বন্ধ রেখে ফেরিতে যাত্রী পরিবহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ