Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আগে নকল প্রসাধনীতে রাজধানী সয়লাব

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম আনন্দ উৎসব। এ উৎসব উপলক্ষে দেশের বাজারে প্রসাধনী সামগ্রীর ব্যপক চাহিদা থাকে। এই সুযোগে সক্রিয় হয়ে উঠে নকল প্রসাধনী সামগ্রী ব্যবসায়ী বিভিন্ন চক্র। দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়কে মোড়ানো কসমেটিকস পণ্য সহজেই কিনছেন ক্রেতারা। তবে নামি দামি ব্র্যান্ডের মোড়ক আসল থাকলেও ভেতরে থাকছে ভেজাল জিনিস। এসব প্রসাধনীর বেশির ভাগই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কাছ থেকে মান নির্ণয় পরীক্ষা করানো হয় না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, মূলত অতিলাভের আশায় অসাধু ব্যবসায়ীরা নকল পণ্য উৎপাদন করেন। একটি ফগ ২৫০ এমএল কনটেইনার বডি স্প্রের দাম পড়ে ২৫০ টাকা। আমদানি মূল্য পড়ে ১৯০ টাকা। দোকানে দেয়া হয় ২২০ থেকে ২২৫ টাকায়। একই পণ্য তৈরিতে ভেজালকারীদের উৎপাদন খরচ পড়ে ৪০ টাকার মতো। পাইকারি বিক্রি করে ৮০ থেকে ১০০ টাকা। আর খুচরা দোকানি বিক্রি করেন ১৮০ থেকে ২০০ টাকা। এছাড়া ৫০০ এমএল সানসিল্ক শ্যাম্পু বাজারে দাম ৪৫০ টাকা। আমদানি খরচ পড়ে ৩৫০ টাকা, পাইকারি বিক্রি ৩৮০ টাকা। কিন্তু নকল ৫০০ এমএল শ্যাম্পু উৎপাদনে ব্যয় হয় মাত্র ৫০ থেকে ৬০ টাকা। ১২০ টাকা পাইকারি বিক্রি হয়। খুচরা বিক্রেতারা দুই থেকে তিনগুণ লাভের বিক্রি করে। শুধু বডি স্প্রের ও শ্যাম্পু নয় সকল ধরনে নকল পণ্যই ঈদের আগে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে।
নকল পণ্য ও আসল পণ্যের মধ্যে খুচরা বাজারে দামে খুব বেশি পার্থক্য থাকে না। কারণ খুচরা বাজারের বিক্রেতাদের উৎসাহিত করতেই কম টাকায় পণ্য ছাড়েন পাইকারি ব্যবসায়ীরা। এছাড়া অনেক খুচরা ব্যবসায়ী না বুঝে এসব পণ্য কিনে থাকে। অনুসন্ধানে জানা যায়, নগরীর গুলিস্থান, চকবাজার, যাত্রাবাড়ী, নিউমার্কেট, মহাখালী, গুলশান, মতিঝিল, মিরপুরসহ বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতে বিক্রি হচ্ছে নকল প্রসাধনসামগ্রী। এ ছাড়া বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ফেরিঅলারাও বিক্রি করছেন নকল প্রসাধনী। সংশ্লিষ্ট সূত্রমতে, শুধু রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায় তিনশ’র বেশি নকল প্রসাধনসামগ্রী তৈরির কারখানা রয়েছে। এসব কারখানা থেকে বিভিন্ন হাত ঘুরে নকল প্রসাধনী দেশের বড় বড় সুপার শপ, বিপণিবিতান ও মফস্বল এবং গ্রামে ছড়িয়ে পড়ছে। গতকাল রাজধানীর গুলিস্থান গিয়ে দেখা একটি ঝাঁপিতে ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, নিভিয়া, গার্নিয়ার,পন্ডস পাউডার, সানসিল্ক শ্যাম্পু, ভাটিকা শ্যাম্পু, প্যান্টিন শ্যাম্পু, ডাভ শ্যাম্পু ও সাবান, হেডস অ্যান্ড শোল্ডার, হিমালয়া ফেসওয়াশ, তেলের মধ্যে ভাটিকা, কুমারিকা, আমলা, নবরতœ, কুল; বডিস্প্রের মধ্যে ফগ, রয়্যাল মেরিজ, অ্যান্ট্যায়ার লাভ, জনসন সাবান, জনসন শ্যাম্পু, বেবি শ্যাম্পু সহ হরেক রকমের প্রসাধনী। এসব দেশি বিদেশি পণ্য কোন স্থান থেকে ক্রয় করেছেন জানাতে চাইলে প্রসাধনী বিক্রেতা হাসান জানান, চকবাজার, বাবুবাজার ও বেগমবাজার বংশাল থেকে এসকল জিনিসি কিনেছি। লাভ কেমন হয়? প্রতি পিচে প্রায় দ্বিগুণ লাভ হয়। এ সব কি আসল প্রসাধনী? তিনি বলেন, আসল কি নকল জানি না তবে বেশি লাভ হয় তাই বিক্রি করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ