Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে ইউপি সদস্য বিদেশ ভ্রমণে সেবাবঞ্চিত এলাকাবাসী

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতকে ছুটি না নিয়েই প্রায় দু’মাস থেকে এক ইউপি সদস্য বিদেশে অবস্থান করায় ওয়ার্ডের সার্বিক কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিরতা। ফলে ১২টি গ্রামের লোকজন হয়রানি হচ্ছেন। জানা যায়, গত ১মে’ থেকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির ১নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান নিখোঁজ রয়েছেন। পরে তার পরিবারের পক্ষ থেকে সে নিখোঁজ নয় বিদেশে চলে গেছে বলে দাবি করা হয়। তবে তিনি দেশে ফেরার ব্যাপারেও রয়েছে চরম অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে ওয়ার্ডকে শূন্য ঘোষণা করে পুনঃনির্বাচন দেয়া এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এখানে কাকুরা, সৈদেরগাঁও, হুরমাইনচক, ফরিদপুর, শ্রীপুর, জালালপুর, কটালপুরসহ ১২টি গ্রাম নিয়ে গঠিত দু’হাজার একশ’ ৮৯ভোটার অধ্যুষিত ১নং ওয়ার্ডের লোকসংখ্যা প্রায় ৬সহস্রাধিক। কিন্তু ওয়ার্ড সদস্য না থাকায় ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, নাগরিকত্ব সনদ, গরু-ছাগলের রশিদ, উত্তরাধিকারি সনদসহ পরিষদের সেবাভোগিও হতদরিদ্র লোকজন পড়েছেন চরম বিপাকে। প্রত্যহ হতদরিদ্র লোকজন বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘন্টার পর ঘন্টা অনশন পালন করে যাচ্ছেন। ব্যাপারে ৩০মে’ জালালপুর গ্রামের হাজি রইছ আলী, মাসুক মিয়া, আবু মিয়া, কাকুরা গ্রামের তৈয়ব আলী ও কটালপুর গ্রামের আব্দুস সাত্তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু ৩সপ্তাহ অতিবাহিত হলেও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান জানান, সদস্য আব্দুর রহমান ছুটি না নিয়েই বিদেশে চলে গেছেন। এতে ওয়ার্ডে গরিব লোকের বিভিন্ন তালিকা ও মালামাল বিতরনের ক্ষেে দেখা দিতে চরম জটিলতা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসিরুল্লাহ খান ছুটি না নিয়ে বিদেশ যাওয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে বলেন, ওয়ার্ডবাসির ভোগান্তি লাগব করতে অবশ্যই এব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ