বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকা থেকে জেএমবির বিস্ফোরক ও বিস্ফোরক তৈরীর রাসায়নিক সরবরাহকারী দুইজনকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হলো- মেহেদী হাসান বাবুল (৩৬) ও আনোয়ার হোসেন (২৮)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। র্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, গত ৭ মে র্যাব-১ এর অভিযানে জেএমবি এর আইইডি (ই¤েপ্রাভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরীর রাসায়নিক পদার্থ সরবরাহকারী জঙ্গি সদস্য ইমরান এবং তার সহযোগী রফিককে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিষ্ফোরক তৈরীর সরঞ্জামাদিসহ আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে র্যাব-১ এর সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে বাবুল ও আনোয়ারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবি’র বিস্ফোরক তৈরীর রাসায়নিক পদার্থ সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদেরকে থানায় হস্তান্তর এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।