Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত্তিপ্রস্তর বিশিষ্ট তিন তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহ¯প্রতিবার স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধূরী এমপি ভবনের উদ্বাধন করেন। এদিকে এই উপলক্ষে তানোর আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজ ও তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে ইফতার ও দেয়া মহাফিল আয়োজন করা হয়। তানোর আব্দুর করিম সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান মিঞার সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধূরী এমপি এবং অনুষ্ঠান সঞ্চালন করেন তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ