Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মন্ত্রী শফিকুল গনি স্বপনের স্ত্রী নাজহাত গনির মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাবেকমন্ত্রী মরহুম শফিকুল গণি স্বপনের স্ত্রী নাজহাত গাণি শবনমের ৫ম মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়। মরহুমার কবর জিয়ারত ও দোয়া এবং ন্যাপের আলোচনার মধ্যদিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ ন্যাপ। মরহুম শবনমের শুশুর এ দেশের বিশিষ্ট রাজনীতিক ও বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় গঠিত বিএনপি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম সহযোগী ছিলেন। মরহুমার বড় ছেলে জেবেল রহমান গাণি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ ন্যাপের সাবেক উপদেষ্টা মরহুম নাজহাত গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ এক স্মরণ সভার আয়োজন করে। স্মরণ সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করে মরহুমার আত্মার মাগফোত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা ন্যাপের মাওলানা মো. জাকির হোসেন বাহাদুর।
এতে প্রধান অতিথি ছিলেন ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া। নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন বিএমএল মহাসচিব এ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সদস্য শামিম ভুইয়া, যুবনেতা আবদুল্লাহ আল কাউছারী, ছাত্র নেতা গোলাম মোস্তাকিন ভুইয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ